
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চিলারং গ্রামে সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড (সোর্স) নামের একটি সিলিকা উৎপাদন কারখানায় নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও ডাকাতি মাল কেনাবেচার সঙ্গে জড়িত এক ব্যাক্তিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নবিউল ইসলাম।
পুলিশ জানায়, সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড (সোর্স) কারখানার ম্যানেজার সুমন কুমার রায় গত বুধবার ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের পর গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ ডাকাতকে ও মাল ক্রয়কারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাজেদুর রহমান মাসুদ (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী পূর্ব শুকানপুকুরী গ্রামের ইউনুস আলী (৩৮), একই গ্রামের জসিম উদ্দিন (২৬), পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়ার অতুল চন্দ্র রায় (৩৮), রফিকুল ইসলাম (৪৫) এবং মালামাল ক্রেতা আজিজুল হক (৫০)। ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় লুট হওয়া ছয়টি ট্রান্সফরমারের তামার তার উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।