
কক্সবাজার শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত আসিফ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার বিকালে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ই বেঙ্গলের একটি টহল দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক আসিফুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পশ্চিম মেড্ডা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট দাবি করেন। তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-এডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত। তিনি দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন। আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত ‘বে-ওয়াচ’ হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ই বেঙ্গলের টহল দল ওই ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।