
গত বৃহস্পতিবার কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র সাহা। রিদওয়ান পর্বের সভাপতিত্বে ও নিলয় কুমার দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কবি সাম্য রাইয়ান, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদেরসহ সভাপতি কৌশিক মোহন্ত, সাংস্কৃতিক সম্পাদক লাবিব মন্ডল, নাজিমখান আঞ্চলিক শাখার আহ্বায়ক কাকন কুমারসহ আরও অনেকে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি রিদওয়ান পর্ব সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশ শেষে একটি মিছিল কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে।