ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

ভেদরগঞ্জে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে তায়েবা (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে তায়েবা। সে স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়াশোনা করতো।

গত বুধবার বিকালে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় তায়েবা। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সখিপুর থানায় সাধারণ ডায়েরি করেন এবং আশপাশের গ্রামসহ বিভিন্ন এলকায় মাইকিং ও পোস্টারিং করেন। এরপর গতকাল শুক্রবার সকাল থেকে খোঁজাখুঁজির এক পর্যায় পার্শ্ববর্তী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে ঢাকনা তুলে তায়েবার লাশটি দেখতে পায়। পরে সখিপুর থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তায়বার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত শিশু তায়বার চাচা রাজিব সরদার বলেন, তায়েবা ছিল খুবই মায়বি ও হাসি খুসি একেটি নিস্পাপ শিুশু। আমরা কোনো ভাবেই তায়েবার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। পুলিশ প্রশাসনের নিকট আমাদের একটাই দাবি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের খুজে বের করে বিচারের আওতায় আনা হোক। সখিপুর থানার ওসি ওবায়েদুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শিশু তায়েবাকে হত্যার পর সেফটিক ট্যাংকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মৃত্যুর ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মেের্গ পাঠিয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত