
মেধার শীর্ষে আছে যারা, সেই মেধাবীদের সেরা তারা, এই স্লোগানকে ধারণ করে প্রতিবারের ন্যায় বৃহত্তর পরিসরে নোয়াখালীতে তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৬ হাজার ৩৩৭ জন অংশ গ্রহণে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার সদর ও বেগমগঞ্জ ৭টি কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো পরির্দশন করেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মো. জাহাঙ্গীর, নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহবুব, নির্বাহী পরিচালক সজিবুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো. ইউছুপ, উপদেষ্টা ফখরুল ইসলাম মিলন, উপদেষ্টা আব্দুল্লাহ আল-রাকীব, উপদেষ্টা হারুনুর রশিদ রুবেল।