
নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ সেবা সংস্থার উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।
দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীনের সভাপতিত্বে দুস্থ সেবা সংস্থার সদস্য ও সাবেক অধ্যক্ষ একেএম ওয়ালিউল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় অন্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপ্রাচীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।