
বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখা পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ ওসমানি বলেন, সাধারণ মানুষের পত্যাশা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে অন্তর্বতীকালীন সরকার তার জনপ্রিয়তা খুঁজে পাবে না। আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ করার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত করা অন্তর্বতীকালীন সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হবে। জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছে বা বঙ্গুত্ববরণ করেছে তাদের বিচার এখনও দৃশ্যমান হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষ পিআর পদ্ধতি বাস্তবায়ন না করা হলে পুনরায় ফেসিবাদের হাতে ক্ষমতা চলে যাবে। বর্তমান সরকারকে তিনি শতর্ক করে দিয়ে আরো বলেন, সাধারণ মানুষের সমর্থনে গঠিত অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে। তাই জনগণের চাহিদা অনুয়ায়ী ৫টি দাবিকে অবহেলা করা হলে সুষ্ঠ নির্বচনি পরিশেষ নিশ্চিত হবে না। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে পুনরায় যেন জুলাই আন্দোলন শুরু না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।