ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় ফলদ গাছের চারা বিতরণ

নকলায় ফলদ গাছের চারা বিতরণ

শেরপুরের নকলায় ‘জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪১৪ জন শিক্ষার্থীর মাঝে চারা বিতরণের কাজ সম্পন্ন করা হয়।

জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকালে ৪টা পর্যন্ত ইউনিয়নের মোট ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৬টি কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায়, ৩টি উচ্চ বিদ্যালয়ে, ২টি দাখিল মাদ্রাসায় ও একটি কলেজের মোট ৪১৪ জন শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। সময় স্বল্পতার কারণে অবিতরণকৃত চারাগুলো আজ শনিবার ও রবিবার ইউনিয়নের বাকি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত