ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে উদ্যোক্তা প্রশিক্ষণ

নবীনগরে উদ্যোক্তা প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের আয়োজনে ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচির ২০তম সেশনের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নবীনগর পৌর শহরের কোর্ট রোডের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ ক্লাস অনুষ্ঠিত হয়। এতে ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র জামাল হোসেন পান্নার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি। প্রশিক্ষণ প্রদান করেন, আলমগীর হোসেন ও রুমা আক্তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত