ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইলচেয়ার বিতরণ

প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইলচেয়ার বিতরণ

গতকাল শনিবার সকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অনন্যা’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। তিনি পাঁচজন প্রতিবন্ধীর মধ্যে ছাগল এবং একজনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।

স্বাগত বক্তব্য রাখেন- অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত