ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ৪৬ হাজার আনসার-ভিডিপি মোতায়ন

রংপুরে ৪৬ হাজার আনসার-ভিডিপি মোতায়ন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন রংপুর রেঞ্জের ৮ জেলায় ৪৬,৬৯৮ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপির সদস্য শৃঙ্খলার কাজে মোতায়ন করা হয়েছে।

রংপুর বিভাগের ৮ জেলায় ৫,৩৪৩টি পূজা মণ্ডপে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির সদস্যরা পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপ-মাহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল নির্দেশনায় বিভাগের আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টরা পূজা মণ্ডপের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতারভিত্তিতে বাছাই করে বাছাইকৃত আনসার-ভিডিপির সদস্যদের ঝুঁকিপূর্ণ মণ্ডপে একজন পিসি ১ জন এপিসি ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৮ জন করে ডিউটি পালন করছেন, কম ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে ৪ জন পুরুষ আনসার-ভিডিপি ও ২ জন মহিলা ভিডিপিসহ ৬ জন ও সাধারণ পূজা মণ্ডপে ১ জন এপিসি, ৩ জন পুরুষ আনসার ভিডিপি ২ জন করে মহিলাসহ ৬ জন আনসার সদস্য দায়িত্ব পালনে রয়েছে।

উল্লেখ, রংপুর জেলার ৯০৭টি মণ্ডপের জন্য ৭,৬৪৮ জন আনসার-ভিডিপির সদস্য, কুড়িগ্রাম জেলার ৫২৫টি পূজা মণ্ডপের জন্য ৪,৬৪৪ জন, লালমনরিহাট জেলার ৪৬৮টি পূজা মণ্ডপের জন্য ৪,২৩৬ জন, গাইবান্ধা জেলার ৫৭৭টি মণ্ডপের জন্য ৪,৯৪৮ জন, নীলফামারী জেলার ৮৪১টি মণ্ডপের জন্য ৭,০৪২ জন, দিনাজপুর জেলার ১২৫৯টি মণ্ডপের জন্য ১১,০৫৬ জন, ঠাকুরগাঁও জেলার ৪৬৮টি মণ্ডপের জন্য ৪,৪৩৬ জন, পঞ্চগড় জেলার ২৯৮টি মণ্ডপের জন্য ২,৬৮৮ জনসহ মোট ৪৬,৬৯৮ জন আনসার ভিডিপির সদস্য শন্তিশৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক আবদুল আউয়াল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে আনাসার-ভিডিপি সদস্যদের মাঝে আইনশৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করেন। আনসার সদস্যদের ব্রিফিং-এ বলেন পূজা মণ্ডপের দায়িত্ব পালনকালীন সময়ে করণীয় কর্মণ্ডকর্তব্য সম্পর্কে নিয়োগপূর্ব দিক নির্দেশনা প্রদান করেন এবং তারা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে পূজা মণ্ডপে চলাচল, গমনাগমন ও পরিদর্শনে সার্বক্ষণিকভাবে এসব নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা দর্শনার্থীদের সহায়তা করার কথা উল্লেখ করেন। জরুরি মুহূর্তে ব্যাটালিয়ন আনসাররা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ আনসার-ভিডিপিদের দায়িত্বে থাককালীন সময় কর্মকর্তারা ডিউটি পরিদর্শন, তদারকিও পালন করবেন বলে সূত্র জানায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত