
পিরোজপুরের কাউখালীতে বিশ্বনদী দিবস নানা কর্মসূচি মধ্যদিয়ে পালন করা হয়। উপজেলার বেকুটিয়া ব্রিজের সংলগ্ন ডলফিন চত্বরে নদীবন্ধু সমাজের উদ্যোগে দিন ব্যাপী বিশ্ব নদী দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকালে কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্বরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
কঁচা নদীর তীরে ডলফিন চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কঁচা নদীর তীরে বৃক্ষরোপণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক এনায়েত করির খান, নদী বন্ধু সমাজের কাউখালী উপজেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ।