ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর বিভিন্ন অববাহিকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মাছ ইলিশের ভরা প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করার পাশাপাশি ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ এবং পরিবহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়। গতকাল রোববার উপজেলা মৎস্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র মতে, জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাসহ দেশের উপকূলীয় কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন পয়েন্টগুলোতে ওই ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে নিষিদ্ধ থাকেব ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুতও। আর সরকারি এ আইন বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে, ইলিশ সংরক্ষণে মাছ ধরার সরকারি এ নিষেধাজ্ঞা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মেঘনার মাছ শিকারি জেলেরা। তাদের দাবি, এ নিষেধাজ্ঞা অন্তত ১০ দিন পিছিয়ে গত বছরের মতো ১৩ অক্টোবর থেকে কার্যকর করা হউক।

জেলেরা জানান, মৌসুমের প্রায় পুরোটাই মেঘনায় ইলিশের আকাল ছিল। এখন শেষ মুহূর্তে নদীতে ইলিশ কিছুটা মিলতে শুরু করেছে। এরইমধ্যে ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হলে জেলেরা অনেক ক্ষতির মুখে পড়বে। এতে অনেক জেলের পক্ষে দাদনের টাকা মেটানো সম্ভব হবে না।

উপজেলার লুধুয়া মাছঘাট এলাকার জেলে কামাল মাঝি, মজিদ মাঝি ও রিয়াজ মাঝিসহ আরও অনেকে জানান, মৌসুমের শুরু থেকে আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় তাদেরকে অনেক লোকসান গুণতে হয়েছে। গত দুই সপ্তাহ ধরে নদীতে মোটামুটি ইলিশের দেখা মিললেও নিষেধাজ্ঞার খবরে তারা খুবই হতাশ। তাই নিষেধাজ্ঞার সময় এগিয়ে না এনে গত বছরের মতো ১৩ অক্টোবর থেকে কার্যকরের দাবি তাদের।

তবে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার ভাষ্য, আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় মা ইলিশ সব চেয়ে বেশি পরিমাণ ডিম ছাড়ে। এ সময়টাকে ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় মা ইলিশ ডিম ছাড়ার জন্য মেঘনা উপকূলে চলে আসে। যে কারণে, সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই ২২ দিন ডিমওয়ালা মা ইলিশ ধরা না হয় সেজন্য মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছধরার ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

তিনি বলেন, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় গতবছর সরকারি নিষেধাজ্ঞা হয়েছিল ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। সাধারণত পূর্ণিমা ও আমাবশ্যার ওপর নির্ভর করে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত