ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে বিভিন্ন বিলে কার্প ও শিং মাছের পোনা অবমুক্ত

পীরগঞ্জে বিভিন্ন বিলে কার্প ও শিং মাছের পোনা অবমুক্ত

‘মাছের পোনা দেশের সোনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের আমিষ জাতীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বড়বিলা আত্রাইবিল, পাঁচগাছি ইউনিয়নের বামুনির বিল, মহদীপুর বিল, সোনারের বিল ও নতানির বিলসহ একাধিক বিলে ২৯১ কেজি কার্প জাতীয় এবং ২৫ কেজি শিং জাতীয় পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, সরকারি পরিচালক নাজমুন নাহার মায়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এবং পীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত