ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা উপহার

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা উপহার

সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসবে নতুন বস্ত্র পেয়ে খুশি হিন্দু সম্প্রদায়ের মানুষ। গত রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচটি দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ করা হয়। দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে মন্দিরগুলোতে প্রায় শতাধিক শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাব্বিুর রহমান বুলেট। এ সময় সব মন্দিরের সভাপতি, সম্পাদকসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সমন্বয়ক সাবেক কাউন্সিলর শরীফ উদ্দীন, সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, বিএনপির সিনিয়র নেতা আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য হাব্বিুর রহমান বুলেট তিনি বলেন, ‘আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব।

প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পুজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমি এবং আমার সহকর্মীরা নিজেরাই প্রতিটি মন্দির পরিদর্শন করব। কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত