ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সরাইলে জুলাই শহিদদের কবর জিয়ারত

সরাইলে জুলাই শহিদদের কবর জিয়ারত

ফ্যাসিবাদ সরকারের গণঅভ্যুত্থানে নিহত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের সন্তান শহিদ জসিম উদ্দিন ও পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামের সন্তান শহিদ রায়হান উদ্দিনের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোশারফ হোসাইন। গতকাল উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুই শহিদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয়। শহিদ জসিম উদ্দিন অরুয়াইল ইউনিয়ন বারপাইকা গ্রামের মো. জরুন মিয়ার ছেলে এবং শহিদ রায়হান উদ্দিন পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামের ফারুক আহাম্মদের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাজহারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন, সমাজ কর্মী আবুল বাশার মাস্টার, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফি উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক নবী হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত