
মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৭৬০টি জনবলের মধ্যে ৩৮৪টি পদই শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে জনবল সংকটের ফলে জেলার স্বাস্থ সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে মোট ৭৬০টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৮০ জন। দীর্ঘদিন ধরে ৩৮৪টি পদ শূন্য রয়েছে। ফলে জেলার পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালকের পদে ১ জন মঞ্জুরিপ্রাপ্ত ও কর্মরত থাকলেও সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) ও সহকারী পরিচালক (সিসি) পদেও পূর্ণ জনবল রয়েছে। তবে মেডিকেল অফিসার (সিসি) পদটি এখনও সংযোজনের অপেক্ষায়। এ দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার ৬টি পদের মধ্যে ৩টি শূন্য রয়েছে, যা মাঠপর্যায়ের কার্যক্রমকে ব্যাহত করছে। মেডিকেল অফিসার (এমসিএইচণ্ড এফপি) ১১টি পদের মধ্যে ৭টি শূন্য এবং সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তার (এমসিএইচণ্ডএফপি) ৬টি পদই শূন্য রয়েছে, যেগুলোর জন্য নতুন পদ সংযোজন প্রয়োজন। অন্যদিকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ৪৯টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত ১৭ জন, বাকি ৩২টি শূন্য এবং আরও ৬টি পদ সংযোজনের প্রয়োজন দেখা দিয়েছে। ফার্মাসিস্ট পদের ১৪টির মধ্যে ৭টি শূন্য এবং অফিস তত্ত্বাবধায়ক ও কোষাধ্যক্ষ পদে মাত্র ১ জন করে কর্মরত আছেন। এছাড়া প্রশাসনিক সহায়তাকারী পদগুলোতেও ভয়াবহ সংকট দেখা দিয়েছে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, গুদামরক্ষক, পরিসংখ্যান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রভৃতি গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সরাসরি যুক্ত পরিবার কল্যাণ সহকারীর ৩২২টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ১৫১ জন, শূন্য রয়েছে ১৭১টি। অন্যদিকে পরিবার পরিকল্পনা পরিদর্শকের ৮৯টি পদের মধ্যে ৪৭টি শূন্য এবং অফিস সহায়ক, আয়া, নিরাপত্তা প্রহরী, নৈশপ্রহরী ও সুইপারসহ অন্যান্য পদেও রয়েছে ব্যাপক শূন্যতা। এছাড়া মিডওয়াইফ, গাড়িচালক ও প্রজেকশনিস্ট পদের সংকটও সেবা কার্যক্রমে প্রভাব ফেলছে। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট বিদ্যমান থাকলেও এখন পরিস্থিতি চরমে পৌঁছেছে। দ্রত পদগুলো পূরণ না হলে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসহ অন্যান্য কর্মসূচির গুণগত মান ব্যাহত হবে।