
শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৩য় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে লিমিটেডের প্রশিক্ষণ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ছবি রানী, প্রশিক্ষণার্থীদের সফলতা ও অনুভূতি ব্যক্ত করেন- হৈমন্তী রায় ও তাপসী অধিকারী প্রমুখ।