ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক মন্ত্রী নুরুল মজিদকে নিজ গ্রামে দাফন

সাবেক মন্ত্রী নুরুল মজিদকে নিজ গ্রামে দাফন

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়নের গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় নরসিংদী জেলা আইনজীবী সমিতির নেতারা, মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয়সহ বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে লোক জানাযার নামাজে অংশ নেন। এর আগে গত সোমবার রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।

২৪ জুলাই অভ্যুত্থ্যানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত