
কক্সবাজারের রামুতে পাহাড়ি এলাকা থেকে রাজু শর্মা (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকার পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে লাশটি পাওয়া যায়।
লাশটি নাইক্ষ্যাংছড়ি সড়কের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। রাজু শর্মা রামু কাউয়ারকুপ হিন্দু পাড়ার মৃত রণজিৎ শর্মার ছেলে। রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।