ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে

বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি শিগগিরই বাস্তবায়ন করা হবে।

গতকাল শনিবার সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগতমান উন্নয়নে অংশীজনদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর। তিনি আরও বলেন- হাওর, চর ও পাহাড়ে বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে।

একইসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে। সভায় সভাপতিত্ব করেন, ভোলার জেলা প্রশাসক ড. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত