
গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা চলছে। গত শুক্রবার সকাল থেকে এই ইজতেমা শুরু হয়েছে।
ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গতকাল শনিবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া থানার আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০) মারা যান। ময়দানের জামালপুর খিত্তায় ওই মুসল্লি অসুস্থ হয়ে পড়েন, তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে গত শুক্রবার ভোরে নোয়াখালী সদরের আন্ডার চর এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে নুর আলম (৮০) মারা যান। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোক করলে সঙ্গে থাকা মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর দুপুর দেড়টায় জুমার নামাজের সময় জামালপুরের
সরিষাবাড়ী থানার বগাড়পার এলাকার বাসিন্দা চাদ মিয়া (৬০) মারা যান। নামাজের সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।