ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঠিত জেলা আহ্বায়ক কমিটির ৫০ নেতা একযোগে পদত্যাগ করেছেন। এ কমিটি অনুমোদনের দুইদিন পর গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটিকে অবৈধ, অস্বচ্ছ ও একতরফা বলে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা হলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টিএম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলামসহ ৫০ জন।

এ সংবাদ সম্মেলনে তারা বলেন, আগের কমিটি বিলুপ্ত না করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আলোচনা ছাড়াই গোপনে সম্পন্ন করা হয়েছে। এ কমিটি সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও নীতির পরিপন্থি।

এ কমিটিতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে নেওয়া হয়েছে। স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া ছাড়া গঠিত কোনো কমিটি মেনে নেওয়া হবে না এবং সংগঠনের আদর্শ রক্ষার স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটি গত শুক্রবার ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার ২০৮ সদস্য বিশিষ্ট এ নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত