
সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুর ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা শহরের রেলগেট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করা হয়। এ জনগুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করায় শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা বলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানুর নেতৃত্বে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় ২৫-৩০ জনের একটি দল ওই অফিসে ঢুকে ভাঙচুর করে। এ সময় অফিসের কয়েকজন কর্মচারীকে বেদম মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়।