ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারসংকটে বিপাকে কৃষক

সারসংকটে বিপাকে কৃষক

চলতি বছরের শুরুতেই সার সংকটে পড়েছেন শ্যামনগরের চাষিরা। বিশেষ করে বেশি সংকটে পড়েছেন সবজি চাষিরা। সার কিনতে ডিলারদের কাছে ভিড় জমাচ্ছেন চাষিরা। কিন্ত সরকারী মূল্যে সার পাচ্ছেন না তারা। অতিরিক্ত টাকা দিলে আবার পাওয়া যাচ্ছে সার। প্রতিবস্তা ১হাজার ৫০ টাকার ডিএপি সার মিলছে ১হাজার ৫শ’ টাকায়। টিএসপি কোথাও মিলছে না। বরাদ্দ না আসা পর্যন্ত কোনো ডিলার টিএসপি দিতে পারছেন না। বস্তা প্রতি ৪ থেকে ৫শ’ টাকা বেশী দিলে মিলছে এসব সার। ফলে সবজি চাষিরা পড়ছে চরম বিড়ম্বনায়। সবজি চাষে খরচ বাড়ছে কৃষকদের।

মুন্সীগঞ্জের এক সার ডিলার জানান, সংকটে চাহিদা মত সার দিতে পারছে না কৃষকদের। তিনি বলেন, সামনের মাসে নতুন বরাদ্দ পেলে টিএসপি ও ডিএপি সার দিতে পারবেন বলে কৃষকদের জানাচ্ছেন তিনি। একই অবস্থা শুরু হয়েছে উপজেলা প্রতিটি গ্রামে। টিএসপি ও এমপিও সার না পাওয়ায় আলু চাষ করতে পারছে না কৃষকরা। কাশিমাড়ীর কৃষক আব্দুল হক জানান, সরকারি দরে কোন সারই পাওয়া যাচ্ছে না। তবে বস্তা প্রতি ৪ থেকে ৫শ’ টাকা দিলে সব সারই পাওয়া যাচ্ছে। আসকাল থেকে সারের দোকানে কৃষকদের লাইন দেখা যাচ্ছে। কিন্ত চাহিদা মত সার না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন তারা।

সার ডিলার লিয়াকত হোসেন বলেন চাহিদা মোতাবেক কৃষকদের সার দিতে পারছি না। যে বরাদ্ধ পাই তা তা দিয়ে কৃষকদের মন রক্ষা করা যাচ্ছে না।

পরানপুরের কৃষক রবিউল জানান, ডিএপি ও ইউরিয়া পাওয়া গেলেও মিলছেনা টিএসপি সার। খুচরা সার বিক্রেতা সাগর দাবী করেন, আমরা তুলনামুলক সার পাচ্ছি না। সার সংকটের কারনে উপজেলা কৃষি অফিসার নাজমুলহুদা জানান, বেশি দামে সার কেনার বিষয়টি আমার জানা নেই। সার সংকট না হওয়ারই কথা। তিনি বলেন কৃষি জমি বাদে মাছ চাষে সার ব্যবহার হওয়ায় কিছু সার সংকট দেখা দিতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত