ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পরিবেশ দূষণের দায়ে কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম পরিবেশ দূষণ বন্ধে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপপরিচালক এএইচএম রাসেদ জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক হাশেম ফুডস লিমিটেড নামক পরিবেশ দূষনকারী প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত