
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকচালক নূর আলীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার (২০)। গতকার রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতির সময় কথা-কাটাকাটির একপর্যায়ে নূর ফারজানার পেটে ছুরি চালান। রক্তাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকেই নূরকে আটক করে। চার বছর আগে নূরের সঙ্গে ফারজানার বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। শিমুলতলা এলাকার পাখি মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন নূর। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।