ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে কর্মশালা

সিরাজদিখানে কর্মশালা

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন, র‌্যালি ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা করেছে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্প।

গতকাল শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলা বাজার এলাকায় এমআইপিএস প্রকল্প পরিচালিত নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর উদ্যোগে মানববন্ধন ও র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

পরে নিমতলা জেমস গ্রিল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি ও ওয়েভ সদস্যদের নিয়ে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার পিএফজি এবং ওয়েভ সদস্যারা। প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের জেন্ডার ও ইয়ুথ এমপাওয়ারমেন্ট বিষয়ক এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য এবং ঢাকা ক্লাস্টারের এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ। সহযোগিতায় ছিলেন ইন্টার্ন জেরিন মুনতাহা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত