
গাজীপুর নগরবাসীকে উন্নত নাগরিকসেবা প্রদান, জবাবদিহিতা বৃদ্ধির প্রত্যয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা সিটি কর্পোরেশন হল রুমে অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সোহেল হাসান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন-এর সচিব আলামিন আল পারভেজ, বর্জব্যাবস্থপনা কর্মকর্তা সোহেল রানা। সভায় সাংবাদিকদের মধ্য থেকে নাগরিক সেবা বৃদ্ধির জন্য, সাংবাদিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পর্ক উন্নয়ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, ৭১ টেলিভিশনের সাংবাদিক ইকবাল আহমেদ সরকার, ইত্তেফাকের সাংবাদিক মজিবুর রহমান, দেশরূপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেেেশর অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, রেজাউল বারি বাবুল, আবিদ হোসেন বুলবুল, জনকণ্ঠের মাজহারুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম আজাহার, রেজাউল করিম মোল্লা প্রমুখ।
গাসিক প্রধান নির্বাহী মুহাম্মদ সোহেল হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং গাজীপুর মহানগর উন্নয়নে তার কল্পনার কথা তুলে ধরেন- তিনি বলেন, গাজীপুরবাসীর স্বপ্নের রেলগেটের উপর ওভারব্রিজ নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে, রাস্তাঘাট উন্নয়নের তদারকির ব্যবস্থা নেওয়া হবে, মশার নিধনে কাজ পুরোদমে চলছে, পুবাইল গাজীপুর রাস্তার বিষয়ে তিনি সুসংবাদ দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করার কথা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০০ শত বিঘা জায়গা অধিকরণ করা হয়েছে, এছাড়া ময়লা সেকেন্ড ট্রান্সফ্রান্সির জন্য বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করেন। ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থাপনায় আরো কার্যকরী ব্যবস্থা নিবেন। মতবিনিময় সভা সিটি করপোরেশন হল রুমে অনুষ্ঠিত হয়।