ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সোনারগাঁ থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মহিবুল্লাহ বলেন, সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে এলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে বিষয়ে থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত