
হিমালয় পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা তাপমাত্রা টানা পঞ্চম দিনের মতো ১০ ডিগ্রির ঘরে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, গত রোববার (৭ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি, গত সোমবার (৮ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। এদিকে, সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে শীতের গরম কাপড় পরে বের হতে হচ্ছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় এ জনপদের নিম্ন আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত পাঁচদিন ধরে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে।