ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি

দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি

নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুর্গাপুর সাংবাদিক সমিতির মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর সাংবাদিক সমিতি’র বেশির ভাগ সদস্যের পছন্দের সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ টাইমস টেলিভিশন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা। আগামী দুই বছরের জন্য দুর্গাপুর সাংবাদিক সমিতি পরিচালানায় অন্য দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি ডেন্টিস্ট মাওলানা আলী উসমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক আলোকিত সকাল প্রতিবেদক মো. আদনানুর রহমান। নির্বাচন পরিচালনা করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কবি সজীম শাইন, সদস্য সচিব সাংবাদিক মামুন রণবীর, সদস্য মো. ইয়াসিন মিয়া।

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কবি সজীম শাইন জানান, নির্বাচনে ১৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে ওয়ালী হাসান কলি সাত ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দিলোয়ার হোসেন তালুকদার পান পাঁচ ভোট। সভাপতি পদে একটি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে ৮টি ভোট পেয়ে নির্বাচিত হন শফিকুল ইসলাম সজীব আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রাজেশ গৌড় পান পাঁচটি ভোট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত