ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় সংঘর্ষে গুলিবিদ্ধ দুই

সাতক্ষীরায় সংঘর্ষে গুলিবিদ্ধ দুই

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে দূর্বত্তের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে। গতকাল শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাহেব আলীর বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এসএম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত