ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২০০ বছরের প্রাচীন মসজিদের সংস্কার জরুরি

২০০ বছরের প্রাচীন মসজিদের সংস্কার জরুরি

ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রায় ২০০ বছরের পুরনো উচাখিলা বাজার পুরাতন জামে মসজিদ। ২৫ বছর ধরে রঙের প্রলেপ পড়েনি সাত গম্বুজবিশিষ্ট এই প্রাচীন স্থাপত্যে। জীর্ণ গেইট ও গম্বুজ সংস্কারে জরুরি ভিত্তিতে ১ লাখ টাকা প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করতে পারছে না মসজিদ কমিটি।

মসজিদ কমিটির তথ্য অনুযায়ী, এটি উচাখিলার কেন্দ্রীয় মসজিদ হওয়ায় মুসল্লির সংখ্যা অনেক বেশি। তবে, মসজিদের আয়ের প্রধান উৎস হলো এর নামে থাকা ১২টি দোকানঘর। কিন্তু এই টাকা দিয়ে ইমাম, মোয়াজ্জেমসহ অন্যান্য কর্মচারীর মাসিক বেতন ও আনুষঙ্গিক খরচ বাবদ ব্যয় বহন করা সম্ভব নয়।

এ প্রসঙ্গে মসজিদের মোতাওয়াল্লী মোহাম্মদ মোবারক হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, আয় না থাকায় প্রতি মাসে ঋণের বোঝা বইতে হচ্ছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সংস্কার কাজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, শেষবার মসজিদটিতে রঙ করা হয়েছিল প্রায় ২৫ বছর আগে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদের সৌন্দর্য ম্লান হওয়ার পাশাপাশি এর কাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোতাওয়াল্লী জানান, মসজিদের জরাজীর্ণ গেইট ও গম্বুজ সংস্কার এবং পূর্ণাঙ্গভাবে রঙ করতে কমপক্ষে প্রায় ২ লাখ টাকার দরকার। ঐতিহ্যবাহী এই মসজিদটির জীর্ণদশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লীরা। তারা দ্রুত সরকারি অনুদান অথবা বিত্তশালীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে মসজিদটির ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত