ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দশমিনায় তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

দশমিনায় তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীর দশমিনায় আগুনে পুড়ে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা মৃত রাজন্ড চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

এঘটনায় আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিযেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত রাজন্ড চন্দ্র দাসের ছেলে ধীরেন চন্দ্র দাস, শুনিল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি ঘরে আগুন।

এরপরে আমাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা তা নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুন ৬টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীয় গলাচিপা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে যায়।

ভুক্তভোগী পরিবার ধীরেন চন্দ্র দাস কন্নাকন্ঠে জানান, আমাদের তিনটি পরিবার নিঃস্ব। আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাবো আর কি খাবো জানিনা। শীতের মধ্যে সন্তানদের নিয়ে মহা বিপদে পরেছি।

এবিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফকরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাদের সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্পবাস্তাবায়ন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিন পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার জাকির হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে অজ্ঞাত সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত