ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ আহত ২০

গোপালগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ আহত ২০

গোপালগঞ্জে পূর্ব শক্রতা ও আধিপত্যের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরশুকতাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে বাবুল মোল্লার দলীয় লোক আহম্মদ মোল্লা (৫২) ও হাফিজ মোল্লাকে একই গ্রামের (৫৪) পারভেজ মোল্লার লোকজন মারধর করে। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে চরশুকতাইল গ্রামে পারভেজ মোল্লার সাথে বাবুল মোল্লার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত