
মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢ়ীখাল ইউনিয়নের বালাসুর বিক্রমপুর যাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে ত্রিবেণী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলা। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ চিত্র প্রদর্শনী চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। শহিদদের স্মরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সভাপতিত্ব করেন, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. অধ্যাপক মুজাহেরুল হক। স্বাগত বক্তব্য রাখেন- আব্দুল লতিফ, সদস্য সচিব, ত্রিবেণী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলা। এ সময় আরও উপস্থিত ছিলেন- নাসির উদ্দীন জুয়েল, কিউরেটর, বিক্রমপুর যাদুঘর, ডা. অধ্যাপক আব্দুল মালেক সভাপতি, বিক্রমপুর যাদুঘর, শ্রীনগর উপজেলা শাখা ডা. জসিমউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কবি ও সাংবাদিক আশফাকুজ্জামান আবু সাঈদ সভাপতি, মুক্ত আসর, আয়শা জাহান নূপুর, প্রতিষ্ঠাতা, নৈঋত স্টুডিও ইউসুফ রানা, প্রধান শিক্ষক, আলেমন নেছা হাইস্কুল আবু কালাম, প্রধান শিক্ষক, বিসমিল্লাহ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাইস্কুল আয়োজনে ছিল- নৈঋত স্টুডিও এবং সহযোগিতায় ছিল মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন।
চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেলের হামলায় যে তিন বোনসহ ১৬ জন শহিদ হয়ে ছিলেন, তাদের স্মরণ করতেই আমাদের এই ত্রিবেণী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার আয়োজন। ইতিহাসের এই করুণ অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। তাদের আত্মত্যাগকে স্মরণে রাখতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা আয়োজন করেছি। উল্লেখ্য, প্রদর্শনীতে শহিদদের ছবির পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনার চিত্র, তথ্যচিত্র ও সচেতনতামূলক স্বাস্থ্যবিষয়ক উপকরণ প্রদর্শন করা হয়েছে।