
সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লা থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ওই মহল্লার একটি বাড়ি থেকে গত শনিবার রাতে শকুনটি উদ্ধার করা হয়। এ শকুন উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে যমুনা নদীর চরাঞ্চলে অসুস্থ শকুনটি উড়াল দিতে পারেনি। এ সময় স্থানীয়রা শকুনটি উদ্ধার করে আটকে রাখে। সন্ধ্যা রাতে সেখান থেকে ওই মহল্লার পাপ্পু সেখের বাড়িতে নিয়ে আসা হয়। তিনদিন প্রাথমিক চিকিৎসা শেষে ওই সংগঠনের চেয়ারম্যানকে অবহিত করা হয়। ওইদিন রাতে ওই সংগঠনের চেয়ারম্যান ও তার লোকজন পাপ্পুর বাড়ি থেকে শকুনটি উদ্ধার করে নিয়ে যায়।
ওই সংগঠনের চেয়ারম্যান জানান, দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে। বিরল প্রজাতির এই শকুনের নাম হিমালয় গৃধিনী। এ শকুন উদ্ধার করে খাবার ও ওষুধ খাওয়ানো হচ্ছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসে এর মধ্যেই যোগাযোগ করা হয়েছে। তারা যেখানে শকুনটি পাঠাতে বলবেন, সেখানেই পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।