
গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
চট্টগ্রাম : সিভাসু অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিসৌধে ফুল অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে সিভাসু পরিবারের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ফেরদৌসী আকতার। এ সময় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ, পরিচালক (শারীরিক শিক্ষা) মো. মজিবুর রহমান, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদসহ বিশবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর : জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর শিশু একাডেমি হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুুসা, দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান।
মুন্সীগঞ্জ : দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। গতকাল সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরে অবস্থিত বধ্যভূমিতে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ নানা সরকারি বেসরকারি সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর একে একে উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ : সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। এ সময় শহিদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শহিদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার হাবিবুল্লাহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল : জেলা সদরে প্রথমে জেলা প্রশাসক শরীফা হক শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ক্রমান্বয়ে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও শোকর্যালির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
রংপুর : বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এরপর রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী। এ ছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। তবে দেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে স্বাধীন করেছে।
সিরাজগঞ্জ : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদার। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ দিবস উপলক্ষে রবির ভিসি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এদেশের শিক্ষক, সাংবাদিক, ডাক্তারসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। এ হত্যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা লালন ও প্রদর্শন বাংলাদেশের সব নাগরিকের পবিত্র দায়িত্ব। শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান রবির ভিসি। এ সময় রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ সব বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার : বেরিরপাড় এলাকায় গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পৌর প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবির হোসেন, জেল সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী : জেলা পুলিশের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ৯টায় নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএমণ্ডএর নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও নবীনগর মুক্ত দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চরফ্যাশন (ভোলা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেনের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমটিআই মাসুদ, উপজেলা বিজেপির আহ্বায়ক মো. সালাউদ্দিন, চরফ্যাশন থানা ওসি (তদন্ত) খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ বীর মুক্তিযোদ্ধাসহ সুধী সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূর্বধলা (নেত্রকোনা) : শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান খান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিম মোস্তফা, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পণ, স্বেচ্ছাসেবী মো. উজ্জ্বল মিয়া এবং সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
কেন্দুয়া (নেত্রকোনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা কার্যক্রম শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। আলোচনা সভায় বক্তব্য দেন- কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা আমির সাদেকুর রহমান, গণঅধিকার পরিষদের নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এসকে রুহি রনি, কেন্দুয়া উপজেলা জমিয়াতুল ইসলামের সভাপতি মাওলানা হারুন অর রশিদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন কাদরী।