
ঢাকার ধামরাইয়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গতকার বেলা ১২টার দিকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে উপজেলা কালামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম নায়েবুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লা ছেলে আক্কাস ওরফে শাকিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল বর্তমানে ঢাকা জেলার সাভার রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে তারা মিয়া, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ।