ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাদির ওপর হামলা

মোটরসাইকেল মালিক হান্নানের বাড়িতে তালা

মোটরসাইকেল মালিক হান্নানের বাড়িতে তালা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা-পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল কাশেম ও ফুরকন বেগমের ছেলে। সরেজমিনে দেখা যায়, তার বাড়িতে তালা ঝুলছে। ৪৩ বছর বয়সী হান্নানের এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার গ্রেপ্তারের পর বাগডাঙ্গা-পশ্চিমপাড়ায় বিষয়টি এখন আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হান্নানের পরিবারটি অত্যন্ত নিরীহ। ছোটবেলায় তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটলে পরিবারটিতে তীব্র অসচ্ছলতা নেমে আসে। মা ফুরকন বেগম তার দুই ছেলে, বড় ছেলে আব্দুল হান্নান ও ছোট ছেলে সোহেল রানাকে বড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। স্থানীয়দের সাহায্য-সহযোগিতাতেই তাদের বাড়ির চুলা জ্বলতো। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ??পারিবারিক অসচ্ছলতার কারণে আব্দুল হান্নান লেখাপড়া করতে পারেনি। ছোট থেকেই সে রাজমিস্ত্রির কাজ করত। তবে গত কয়েক বছরে তার পরিবারের আগের থেকে সচ্ছ্বলতা ফিরেছে। সে তার মা ও পরিবারসহ ঢাকায় বসবাস করত। সে গরীব ঘরের সন্তান, তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, আব্দুল হান্নানের পরিবার খুবই নিরীহ। তার বাবা-মায়ের বিচ্ছেদের পর পারিবারিক অবস্থা আরও খারাপ হয়। তার মা মানুষের কাছে সাহায্য নিয়ে দুই সন্তানকে বড় করেছেন। আব্দুল হান্নান রাজমিস্ত্রির কাজ করত।

আমার জানা মতে, সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবে গত এক মাস আগেই সে তার মাকে ঢাকায় নিয়ে গেছে। যার কারণে তার গ্রামের বাড়িতে এখন তালা দেওয়া আছে। অন্য বাসিন্দা মো. ফয়সাল জানান, বছরে কয়েকবার গ্রামের বাড়িতে আসে আব্দুল হান্নান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত