
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের কার্যালয় থেকে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
নির্বাচনি আচরণবিধি মেনে মনোনয়নপত্র সংগ্রহকালে সংশ্লিষ্ট আইনের আলোকে পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে এ সময় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দলীয় শৃঙ্খলা বজায় রেখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন। মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন- কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল।