
রংপুরে গত তিন মাসে ১৩টি খুন, ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। ওই তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
তথ্য মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এ ছাড়াও ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ সেপ্টেম্বর মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।
অক্টোবর মাসে জেলায় খুন হয়েছে ৫ জন। ৩২টি স্থানে চুরি সংঘটিত হয়েছে। এরমধ্যে ৩টি স্থানে সিধেল চুরির ঘটনাও ঘটেছে। এছাড়াও ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে জেলায়। অক্টোবর মাসে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। সবমিলিয়ে এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।
নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে রংপুর জেলায়। এছাড়াও চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসেও ৩টি অপহরণের ঘটনা ঘটছে। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন। এ ছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন।