ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় আ.লীগ নেতা আটক

পাবনায় আ.লীগ নেতা আটক

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও পাবনার আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত মঙ্গলবার সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েও আসামি হননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত