ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহে বেবী আক্তার (৪৫) নামে মানষিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার কলার বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। বেবী আক্তার উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের মৃত সুজাউদ্দৌলা ধলা মেম্বারের মেয়ে বলে জানা গেছে।

নিহতের ভাই লিটন মিয়া জানান- গত রাত থেকে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দাউদপুর এলাকার একটি কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পাই। সেখানে গিয়ে আমার বোনের বিবস্ত্র লাশ দেখি। আর শরীরে আঘাতের চিহ্ন আছে।

খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ভাই লিটন মিয়া আরও জানান- আমার বোন মানসিক প্রতিবন্ধী। তার কোনো শত্রু ছিল না। কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে আমার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়লে আমারা তাকে পুলিশে দিলে পুলিশ তাকে কোর্টে চালান দেয়। এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত