ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যের আহ্বান’

‘স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যের আহ্বান’

কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত কখনোই দেশের শান্তি ও স্বাধীনতা চায়নি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য দেশকে অশান্ত পরিবেশে ঠেলে দেওয়া এবং জাতিকে বিপাকে ফেলা।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এসব অপশক্তিকে প্রতিহত করা সম্ভব। গতকাল মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে ময়মনসিংহ মহানগর বিএনপির নেতাদের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিজয় র‍্যালি বের করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে গিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত