
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির মেহেরপুর জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম (৫০) মেহেরপুর থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর চুয়াডাঙ্গা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মেহেরপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিন মোর্শেদ চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ দর্শনা থানা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর জোড়াবটতলা নামক স্থানে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে উদ্ধার করা হয়। উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় মেহেরপুর জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে অবশেষে ছেলে তামিম ইসলাম গত ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মেহেরপুর জেলা ডিবি ওসি মুহাবুদ্দিন মোর্শেদ চৌধুরী বলেন, নিখোঁজ কামরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তদন্তের পর আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।