ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

সিরাজগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, ঢাকার মনিপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোটরসাইকেল আরোহী আকবর হোসাইন ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে অটোভ্যান যাত্রী চাঁন মিয়া। এ ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা এক নারী আহত হয়েছেন। এরআগে গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ওই অটোভ্যান যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত