
সিরাজগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, ঢাকার মনিপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোটরসাইকেল আরোহী আকবর হোসাইন ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে অটোভ্যান যাত্রী চাঁন মিয়া। এ ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা এক নারী আহত হয়েছেন। এরআগে গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ওই অটোভ্যান যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।