ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে এক বছর আগে করা এক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল মঙ্গলবার ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্টযাত্রী আবুল কালাম আজাদ বহির্গমণ ডেস্কে সিল মারার জন্য জমা দিলে ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তিনি স্বীকার করেন- তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৩। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় যায় পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিকালের দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত