ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় পার্টির সভা পণ্ড কার্যালয় ভাঙচুরের অভিযোগ

জাতীয় পার্টির সভা পণ্ড কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় জাতীয় পার্টির গোপন বৈঠক ছাত্র ও সাধারণ জনতার বাধার মুখে পণ্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের উকিল পাড়ায় নওগাঁ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের চেম্বারে আওয়ামী লীগকে নিয়ে গোপনে বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। এমন অভিযোগে সেখানে জড়ো হয় ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৈঠকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায় এবং বৈঠক বন্ধ করে দেয়।

এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন ছবি ও ফেস্টুন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্রপ্রতিনিধি আরমান হোসেন বলেন- পূর্ব প্রস্তুতি অনুযায়ী জেলা জাপার পার্টি অফিসে গোপনে নওগাঁ-৫ (সদর) আসনের জন্য তারা প্রার্থীর নাম ঘোষণার উদ্যোগ নিয়েছিল। কিন্তু গত বছর জাপার পার্টি অফিস বন্ধ এবং তাদের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছিল। গোপনে প্রার্থীর নাম ঘোষণা হবে জানার পর পার্টি অফিসে গিয়ে বন্ধ পাওয়া যায়। পরে জানা যায় অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের চেম্বার গোপন বৈঠক হচ্ছে। সেখানে আমরা গিয়ে আলোচনা দেখি এবং তা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া কিছু পোস্টার ও ছবি বাইরে ফেলে দেওয়া হয়। নওগাঁ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন- শহরের পুরাতন মাছ বাজারে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলের কর্মীদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

কিন্তু সেখানে আলোচনা না হয়ে আমার চেম্বারে দলের নেতাকর্মীরা আসে এবং আলোচনা হচ্ছিল। এ সময় ছাত্রজনতা এসে আলোচনা বন্ধ করে দেয় এবং অফিসে থাকা কিছু ছবি ও পোস্টার নিয়ে বাইরে ফেলে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত